শেয়ার বিজ ডেস্ক : ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে সাবেক এক পর্নো তারকাকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা হয়েছে বলে শোনা যাচ্ছে। সেই মামলায় মঙ্গলবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। গ্রেপ্তারও করা হতে পারে তাকে। আর সেটি হলে, এটি হবে নজিরবিহীন এক ঘটনা।
গ্রেফতার এড়াতে সমর্থকদের এর বিরদ্ধে বিক্ষোভ করার আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘দুর্নীতিগ্রস্ত এবং পুরোপুরি রাজনৈতিক ছায়ায় থাকা ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দফতর থেকে বেআইনি ভাবে কয়েকটি তথ্য প্রকাশ্যে এসেছে… যা থেকে স্পষ্ট যে, অপরাধ প্রমাণিত না হওয়া সত্ত্বেও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য পদপ্রার্থী তথা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টকে মঙ্গলবার গ্রেফতার করা হতে পারে। প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে শামিল হন!’
তবে ট্রাম্পের আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে ট্রাম্পই হবেন ফৌজদারি অপরাধে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের মুখপাত্র জানান, এখনও পর্যন্ত ট্রাম্পের কাছে গ্রেফতারি সংক্রান্ত কোনো নির্দেশিকা এসে পৌঁছোয়নি। পাশাপাশি ট্রাম্পের দাবির সপক্ষে সংশ্লিষ্ট অ্যাটর্নির দফতর থেকে কোনো তথ্য ফাঁস হওয়ার প্রমাণও দেখাতে পারেননি তিনি।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দায়ের করা হয়ও, তাহলে সেটি বুধবার করা হতে পারে। কারণ এর আগে বিচারক আরেকজন স্বাক্ষীর স্বাক্ষ্য নেবেন।
সূত্র: এএফপি।