ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনিবার্য কারনে স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে ।

সূত্র জানায়, এর আগে ব্যাংকটি আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর দুইটা ৪৫ মিনিটে পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল। সভার নতুন তারিখ পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। সভায় ব্যাংকটির ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে ব্যাংকের বিনিয়োগকারীদের  জন্য লভ্যাংশ ঘোষণা। ব্যাংকটি ২০১৫ সালে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল যার সাত শতাংশ নগদ এবং আট শতাংশ বোনাস লভ্যাংশ ছিলো।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটির ৫০ কোটি ৬৩ লাখ শেয়ারের মধ্যে ৬০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে, ১৯ দশমিক ৯৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে, এক দশমিক ৭৮ শতাংশ বিদেশী বিনিয়োগকারীদের হাতে এবং ১৮ দশমিক ২৭ শতাংশ সাধারন বিনিয়োগকারীদের হাতে রয়েছে।