Print Date & Time : 24 July 2025 Thursday 4:59 am

ট্রেজারি বন্ড লেনদেনে লংকাবাংলা সিকিউরিটিজের মাইলফলক

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড বিনিয়োগকারীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডের (বিজিটিবি) প্রথম প্রাথমিক নিলাম পরিচালনার মাধ্যমে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। পুঁজিবাজারে বিও অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেজারি বন্ড লেনদেন গ্রাহকপর্যায়ে বিনিয়োগের জন্য নতুন একটি খাত যুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার প্রথমবারের মতো সারাদেশে বিনিয়োগকারীরা ব্রোকারেজ হাউসগুলোর সঙ্গে তাদের বিও অ্যাকাউন্টের মাধ্যমে বিজিটিবির প্রাথমিক নিলামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। ওই লেনদেনের পথিকৃৎ হিসেবে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সাধারণত সরকারি ট্রেজারি বন্ড ঝুঁকিবিহীন মেয়াদি সরকারি সিকিউরিটজ হওয়ায় দিন দিন গ্রাহকপর্যায়ে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। কারণ এ বন্ডে বিনিয়োগের মাধমে মূলধনি মুনাফা, কুপন বা সুদ আয়, আয়কর রেয়াতসহ রয়েছে সহজে নগদায়ন সুবিধা।

লংকাবাংলা সিকিউরিটিজ উক্ত মাইলফলকে অংশগ্রহণের মাধ্যমে আন্তরিকভাবে সব বিনিয়োগকারী, শুভাকাক্সক্ষী এবং অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং আর্থিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নের আশা ব্যক্ত করেছে। বিজ্ঞপ্তি