নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। শিগগিরই শুরু হবে মানুষের ঘরে ফেরা। এজন্য ১২ জুন অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ তা শেষ হচ্ছে। আর ঈদ স্পেশাল ট্রেন সার্ভিস শুরু হবে ২১ জুন।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, ১২ জুন প্রথম দিন একটু ভিড় কম থাকলেও আন্তঃনগর ট্রেনের সব কয়টি টিকিট খুব দ্রুত বিক্রি হয়ে যায়। অন্যান্য মেইল ও কমিউটার ট্রেনের টিকিট বিকাল পর্যন্ত ছিল। দ্বিতীয় দিন ১৩ জুন থেকে ট্রেনের টিকিট নিতে যাত্রীরা ব্যতিব্যস্ত হয়ে যান। গতকাল পর্যন্ত এ অবস্থা অব্যাহত ছিল। তবে আজ টিকিট প্রার্থীদের চাপ কম থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১২ জুন দেওয়া হয় ২১ জুনের অগ্রিম টিকিট। একইভাবে ১৩, ১৪ ও ১৫ জুন দেওয়া হয়েছে ২২, ২৩ ও ২৪ জুনের টিকিট। আর আজ দেওয়া হবে ২৫ জুনের টিকিট। অন্যদিকে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৯ জুন। ওইদিন দেওয়া হবে ২৮ জুনের, ২০ জুন ২৯ জুনের, ২১ জুন ৩০ জুনের, ২২ জুন ১ জুলাই ও ২৩ জুন ২ জুলাইয়ের টিকিট। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
সরেজমিন চট্টগ্রাম রেলস্টেশনে গিয়ে দেখা যায়, শত শত মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কাক্সিক্ষত টিকিটের জন্য। লাইনে দাঁড়িয়ে থাকা একযাত্রী বলেন, তিনি পরিবার-পরিজন নিয়ে ময়মনসিংহ যাবেন, প্রায় পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পাননি। অপর সিলেটের যাত্রী ইয়াকুব জানান, বুধবার একবার এসেছিলাম, টিকিট না পেয়ে ফিরে যাই। বৃহস্পতিবার সকাল থেকে আছি, আশা করি টিকিট পাবো। অপরদিকে তানভীর ও নোমান দুই বন্ধু কাক্সিক্ষত চাঁদপুরের টিকিট পেয়ে খুব খুশি।
এদিকে একই ধরনের অবস্থা ঢাকাতেও। রাত থেকে লাইনে দাঁড়িয়েও অনেকেই খালি হাতে ফিরেছেন। শেষ আশা নিয়ে আজ আবার দাঁড়াবেন লাইনে।
রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার এএমএম শাহনেওয়াজ শেয়ার বিজকে জানান, প্রতিদিন পূর্বাঞ্চলের ৬০ হাজার ২৫৩ জনের সিট ক্যাপাসিটির ব্যবস্থা আছে। ঈদের সময় দেখা যায় আরও ৫০ শতাংশ যাত্রী বেশি যাতায়াত করে, সেগুলো কোনো হিসাবে আসে না। তাছাড়া ২২ থেকে ২৫ জুন পর্যন্ত আরও ২৪টি বগি যোগ করা হবে; এতে আরও দেড় হাজার যাত্রী পরিবহনের ক্ষমতা বাড়বে।
প্রতিদিন কতো টাকার টিকিট বিক্রি হয়Ñজানতে চাওয়া হলে তিনি জানান, প্রতিদিন গড়ে এক কোটি ৫২ লাখ টাকার টিকিট বিক্রি হয় এবং নতুন বগি যোগ হলে আরও চার লাখ টাকা বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, চট্টগ্রাম থেকে প্রতিদিন আন্তঃনগর নয়টি ট্রেনে সাত হাজার ২০০ জন এবং মেইল ও কমিউটার মিলে আরও ২৫ হাজার ৮০৬ জন যাতায়াত করেন।