Print Date & Time : 7 July 2025 Monday 6:11 pm

ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাটে তেলবাহী ট্যাংকার ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জয়পুরহাট রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেলস্টেশন এলাকায় অজ্ঞাত ওই বৃদ্ধা লাইন পার হচ্ছিলেন। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী তেলবাহী ট্যাংকার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ছাড়া অজ্ঞাত ওই বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।