Print Date & Time : 30 August 2025 Saturday 6:34 am

ট্রেনের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে ট্রেনের ধাক্কায় অ‌টো‌রিকশাতে থাকা বাবা মে‌য়ে ও না‌তি নিহত হ‌য়ে‌ছে। সোমবার (১১ এ‌প্রিল ) দুপু‌রে ঢাকা-উত্তর ও দ‌ক্ষিণাঞ্চল রেললাই‌নের উপ‌জেলার হা‌তিয়ার অর‌ক্ষিত রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

নিহতরা হলেন, জেলার ঘাটাইল উপ‌জেলার কদমতলীর গারট্ট গ্রা‌মের হা‌মিদ মিয়ার ছেলে তায়েফুল হোসেন (৫৫,) তার মেয়ে তাহ‌মিনা (২৫) এবং ১৪ মাস বয়সী নাতি তাও‌হিদ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, দুপু‌রে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা জামালপুরগামী  জামালপুর এক্স‌প্রেস ট্রেন‌টির বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশ‌নে যা‌চ্ছিল। এসময় রেললাই‌নের হা‌তিয়া অর‌ক্ষিত রেলক্রসিং দি‌য়ে এক‌টি অ‌টো‌রিকশা পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লা‌গে। এ‌তে ঘটনাস্থ‌লে দুইজ‌নের ‌মৃত্যু হ‌য়। এসময় আহত একজনকে গুরুত্বর অবস্থায় হাসপাতা‌লে নেয়ার প‌থে তারও মৃত্যু হয়।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম বলেন, ট্রেনে ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। দুইজন ঘটনাস্থলে আর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’