ট্রেন থেকে পড়ে যাত্রীর পা বিচ্ছিন্ন

প্রতিনিধি, লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে রাহাত আলী নামে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার করিমপুর রেলগেট এলাকায় রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত রাহাত আলী পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর গ্রামের করম আলীর ছেলে।

জানা গেছে, চলন্ত ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ ব্যালান্স হারিয়ে নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় কাটা পড়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বলেন, সচেতনতাই এ ধরনের দুর্ঘটনা রোধের একমাত্র উপায়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেনের দরজার কাছে দাঁড়ানো নিরুৎসাহিত করা হয়। ট্রেন ভ্রমণের সময় যাত্রীদের আরও বেশি সতর্ক থাকা উচিত।