Print Date & Time : 15 September 2025 Monday 11:32 am

ট্র্যাডিশনাল মেডিসিন সেল গঠনসংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে ট্র্যাডিশনাল মেডিসিন সেল গঠনসংক্রান্ত কমিটির এক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর মহাখালী ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ  স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক, ঔষধ প্রশাসনের পরিচালক মো. সালাহউদ্দিন, আইয়ুব হোসেন, মোজাম্মেল হোসেন, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানসহ ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও হারবাল ঔষধ শিল্পের প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি