ঠাকুরগাঁওয়ে আলুচাষিদের বিক্ষোভ

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের কোল্ড স্টোরেজ-গুলোয় বস্তার ভাড়া বেড়ে যাওয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন আলুচাষিরা।

গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। পরে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের কাছে স্মারকলিপি দেন।

জেলার আলুচাষি ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, কৃষি সম্পাদক সুলতান মাহমুদ সুজন প্রমুখ।