প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাফিউল ইসলাম প্রমুখ।