Print Date & Time : 28 August 2025 Thursday 3:04 pm

ঠাকুরগাঁওয়ে এলজিইডিতে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা এলজিইডিতে ২৩-২৯ জুলাই সপ্তাহ ব্যাপী পরিষ্কার পরিছন্নতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহারুল আলম মন্ডল এ কর্মসূচীর উদ্বোধন করেন।

নির্বাহী প্রকৌশলী মো. শাহারুল আলম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী মো. সফিউল আলম, সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (পুর) মো. মাবুদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) গৌতম কুমার মৃধা, হিসাব রক্ষক মো. মুক্তার আলম প্রমুখ।

এ সময় সভাপতির বক্তব্য নির্বাহী প্রকৌশলী মো. শাহারুল আলম মণ্ডল বলেন, সারাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় বর্তমানে পরিষ্কার-পরিছন্ন থাকা খুবই গুরুত্বপুর্ণ। তিনি অফিস চত্বরের সকল ঝোপঝাড়, জমে থাকা পানি, সব আবর্জনা পরিষ্কার করার কথা বলেন। তাছাড়া অফিসের সকল নথি পত্র শ্রেণীভুক্তকরণ, চেয়ার, টেবিল, তাক, ফাইল কেবিনেট, জানালার পর্দা, গ্রীল, দরজা, জানালা, সকল ড্রেন, গেরেজ,স্টোর রুম, ল্যাব, গেস্টহাউজ,গার্ডরুম, সকল টয়লেট পরিষ্কার করা এবং পুরাতন নথিপত্র বিনষ্ট করণের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।