Print Date & Time : 16 August 2025 Saturday 1:01 pm

ঠাকুরগাঁওয়ে কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শুরু

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ বাড়াতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। গত শনিবার বিকালে মানব কল্যাণ পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম।

এর আয়োজক বেসরকারি উন্নয়ন সংস্থা এমকেপি। প্রমোশন অব সোশ্যাল পার্টনারশিপ ফর ইম্পাওয়ারম্যান্ট অব মারজিনালাইজড কমিউনিটি ইন সিক্স ডিসট্রিক্ট অ্যান্ড অ্যাট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ-প্রসপেক্ট প্রকল্পের কার্যক্রম হিসেবে ও দাতা সংস্থা নেটজ বাংলাদেশের সহযোগিতায় এবং বিএমজেডের অর্থায়নে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমকেপির সমন্বয়কারী সাদেকুল ইসলাম, প্রসপেক্ট প্রকল্প সমন্বয়কারী রাশেদুল আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশ নেয়া গ্রহণকারী কিশোরীরা নিজেদের যেমন যৌন হয়রানি থেকে রক্ষা করতে পারবে তেমনি তারা নিজেদের শারীরিক ও মানসিকভাবে বিকশিত করতে পারবে। বাড়বে আত্মবিশ্বাস। আর এই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে সমাজে নারী অধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারবে।

বক্তারা প্রশিক্ষিত কিশোরীদের নিজ এলাকার কিশোরীদেরও এ প্রশিক্ষণ দেয়ার অনুরোধ করেন।

প্রশিক্ষণে ঠাকুরগাঁও সদর উপজেলার ছয়টি বিদ্যালয়ের ২০ জন ছাত্রী অংশ নিয়েছে।