ঠাকুরগাঁওয়ে কৃষকদের বীজ ও সার প্রণোদনা

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে গম, ভুট্টা, সরষে, পেঁয়াজ ও মুগডাল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা খরচে বীজ ও সার সহায়তায় কৃষি প্রণোদনা দেয়া হয়েছে। গতকাল সদর উপজেলা কৃষি অফিসে এক অনুষ্ঠানে এ প্রণোদনা দেয়া হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান, বিশেষ অতিথি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মারুফ হোসেন, মনোয়ার হোসেন প্রমুখ।