ঠাকুরগাঁওয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিনিধি, ঠাকুরগাঁও : জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ‘মির্জা রুহুল আমিন’ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন।

ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ¡ায়ক ব্যবসায়ী মেসার্স গার্ডেনিয়ার স্বত্বাধিকারী মো. নূর-এ-শাহাদাৎ স্বজনের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. ফারুক হোসেন প্রমুখ।

উদ্বোধনী খেলায় ঠাকুরগাঁও ইয়্যুথ ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে দিনাজপুর ডোমিনেটর্স ক্লাবের সঙ্গে। সম্ভাব্য ফাইনাল খেলার তারিখ নির্ধারণ করা রয়েছে ১৭ মে। টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশ নিয়েছে।