ঠাকুরগাঁওয়ে ‘গরিবের ডাক্তারের’ শেষ কর্মদিবসে শুভেচ্ছা

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গরিবের ডাক্তারখ্যাত শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজের শেষ কর্মদিবসে প্রেস ক্লাবের পক্ষ থেকে গতকাল ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এদিন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাকে বিদায় জানান প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ অন্যান্য সদস্য।

এর আগে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ডা. শাহাজাহান নেওয়াজকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে হাসপাতালের তত্বধায়ক ডা. ফিরোজ জামান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. জাকিরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. নাদিরুল আজিজ চপল, ঠাকুরগাঁও বিএমএর সভাপতি ডা. আবু মো. খয়রুল কবির, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. রিয়াজুল ইসলাম, বিদায়ী অতিথি ডা. শাহজাহান নেওয়াজ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল আলম চয়ন প্রমুখ।

ডা. শাহজাহান নেওয়াজ গরিব শিশু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়াসহ নানাভাবে তাদের সাহায্য-সহযোগিতা দেন বলে তাকে গরিবের ডাক্তার হিসেবে আখ্যায়িত করেন জেলার সর্বস্তরের মানুষ।