Print Date & Time : 2 September 2025 Tuesday 7:03 pm

ঠাকুরগাঁওয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র মেধাবী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। গতকাল সোমবার উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মাশহুরা বেগম হুরা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ প্রমুখ।

অনুষ্ঠানে ৩৬টি প্রতিষ্ঠানে ৪২টি বাইসাইকেল ও প্রত্যেক প্রতিষ্ঠানের ২০ জন করে মোট ৭০০ জনের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।