ঠাকুরগাঁওয়ে জমজমাট ঈদ বাজার

শামসুল আলম, ঠাকুরগাঁও : ঈদকে সামনে রেখে প্রতিটি শোরুম ও বিপণিবিতানে নতুন নতুন পোশাক তুলেছেন ব্যবসায়ীরা। দোকান থেকে কেউ কেউ কেনাকাটা করে বের হচ্ছেন, কেউ প্রবেশ করছেন। অনেকে পছন্দের জামাকাপড় কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন। ফুটপাতে কেনাকাটা করছেন নি¤œ আয়ের লোকজন।

ঠাকুরগাঁও শহরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিভিন্ন শপিংমলসহ ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের উপচেপড়া ভিড়। এতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দোকানিরা।

গতকাল শুক্রবার পৌর শহরের নর্থ সার্কুলার রোডের আসলাম কালকেশন, সুপ্রিয় ফ্যাশন, ঘোমটাসহ গার্মেন্টস (কাপড়ের দোকন) এ গিয়ে জানা যায়, সকাল ৯টায় ক্রেতা সমাগম হতে শুরু হয়। বেশিরভাগ ক্রেতা গেঞ্জি, শার্ট, বিভিন্ন ধরনের প্যান্ট, থ্রি-পিস, শাড়ি, লেহেঙ্গা, ওড়না, প্যান্ট পিস, সার্ট পিস ইত্যাদি বেশি কিনছেন।

আসলাম কালেকশনে গিয়ে দেখা যায়, নারী-পুরুষের ২-৩টি দল সেখানে ভিড় করছেন। দোকানদারের পক্ষ থেকে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতারা সেখান থেকে তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করছেন।

ঈদের জন্য মেয়ের জামা-কাপড়, জুতা কিনতে আসা পৌর শহরের টিকাপাড়া মহল্লার গৃহিণী পায়েল ইসলাম বলেন, ঈদের বেশ কিছুদিন বাকি থাকলেও তিনি আগেভাগেই এসেছেন, দাম কম পাওয়ার আশায়। তিনি তার মেয়ের জন্য জামা ও জুতা কিনবেন। বেশ কয়েকটি দোকানে ঘুরে পছন্দের জামা ও জুতা কিনেছেন বলে জানান তিনি।

তার সঙ্গে থাকা সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের চামেলি আক্তার জানান, বিভিন্ন জিনিসের দামের সঙ্গে সঙ্গে কাপড়ের দাম কিছুটা বেড়েছে। পার্শ^বর্তী দিনাজপুর জেলায় সঙ্গে ঠাকুরগাঁও জেলার কাপড়ের দামের ব্যবধান কিছুটা বেশি।

নর্থ সাকুলার সড়কের আসলাম কালেকশনের স্বত্বাধিকারী মো. আসলাম জানান, দিন যত বাড়ছে ক্রেতার সমাগম তত বাড়ছে। অনেকেই পণ্যের দাম কিছুটা সস্তায় পাওয়ার আশায় ঈদের অনেক আগেভাগেই মার্কেটে আসেন। ক্রেতাদের পক্ষ থেকে দাম বেশির ব্যাপারে তিনি জানান, ঈদ উপলক্ষে বিভিন্ন পোশাকে দাম সামান্য বেশি মনে হতে পারে। তবে ক্রেতা সমাগম ঘটছে প্রচুর। এ বছর টি-শাট ৪০০-১০০০ টাকা, সুতি পাঞ্জাবী ৬০০-১৫০০, জিন্সের প্যান্ট ৬০০-১২০০ টাকা দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি দেখছি নারীদের শাড়ি, মেয়েদের জারারা, গ্রাউন, লাহিঙ্গা, ডালিসহ বিভিন্ন নামি-বেনামি পোশাকের চাহিদা রয়েছে বেশি, বাচ্চাদের কাপড়-চোপড়ও বিক্রি হতে দেখা যায় প্রচুর।