Print Date & Time : 11 September 2025 Thursday 9:53 pm

ঠাকুরগাঁওয়ে জেলা মডেল মসজিদের উদ্বোধন

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মডেল মসজিদ উদ্বোধন করা হয়। সোমবার পৌর শহরের আর্ট গ্যালারীতে অবস্থিত নব স্থাপিত মডেল মসজিদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৬ষ্ঠ দফায় সারা দেশে একযোগে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা মডেল মসজিদে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জিয়াউর রহমান, সহকারী প্রকৌশলি মোঃ নাজমুল হক, সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান ও জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: বাবলুর রহমান, ঠাকুরাগঁও ইসলামিক ফাউন্ডেনের মাস্টার ট্রোইনার আবুল ফাত্তাহ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাবেক পৌর কাউন্সিলর মো: শফিউল এনাম পারভেজ, ঠাকুরগাঁও জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো: হায়দার আলী (বাবলু) প্রমুখ। অনুষ্ঠানে মসজিদের ইমাম, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।