Print Date & Time : 29 July 2025 Tuesday 12:37 pm

ঠাকুরগাঁওয়ে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভা

প্রতিনিধি, ঠাকুরগাঁও: গতকাল ঠাকুরগাঁওয়ে জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিক ইউনিয়নের আয়োজনে সোমবার দুপুরে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি জয়নুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও  সদর উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের শ্রম কর্মকর্তা শাহিনুর ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁওয়ের জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া প্রামাণিক ও আহ্বায়ক ইন্দ্রজিত ঠাকুরতা গুহ রিংকু প্রমুখ।