প্রতিনিধি, ঠাকুরগাঁ: ঠাকুরগাঁওয়ে সামাজিক প্রচার কর্মসূচির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতনিধিদের সঙ্গে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিল্স ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের যৌথ আয়োজনে কর্মশালায় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের (এসইআইপি) প্রকল্পের সহকারী নির্বাহী পরিচালক আনারুল কবির (উপসচিব), বিশেষ অতিথি প্রকল্পের সিভিল ইঞ্জিনিয়ার মো. বদরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুইয়া, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, ওয়ার্কশপ ফ্যাসিলিটেটর মো. আবু আজম নুর প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের শিক্ষক, আদিবাসী কমিউনিটির নেতা, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন।