Print Date & Time : 4 August 2025 Monday 11:49 am

ঠাকুরগাঁওয়ে দুস্থদের মধ্যে গণপূর্ত বিভাগের ত্রাণ বিতরণ

শামসুল আলম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গরিব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল ১৫ আগস্ট রোববার বিকাল ৪টায় গণপূর্ত বিভাগের আয়োজনে, স

ামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ১০০ জন গরিব ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

জানা গেছে, গণপূর্ত বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী নিজেদের এক দিনের বেতনের টাকা দিয়ে এই ১০০ জন গরিব ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এতে চাল, তেল, লবণ, চিনি, ডাল প্রভৃতি ছিল।

এতে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী

মো. মাজিদার রহমান, সহকারী প্রকৌশলী নাজমুল হক, উপ-বিভাগীয় প্রকৌশলী কেএম নুরুল হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী নাজিম আহমেদ টিটো, উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবীর, উপ-বিভাগীয়

প্রকৌশলী মাহাবুবুর রহমানসহ পুলিশ, গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও অনেক সাংবাদিক।