Print Date & Time : 6 September 2025 Saturday 5:32 pm

ঠাকুরগাঁওয়ে নতুন ভবন পাচ্ছে ১৬৭ শিক্ষাপ্রতিষ্ঠান

শামসুল আলম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে নতুন ভবন পাচ্ছে ১৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান। ১১টি প্রকল্পে ১৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে শতাধিকের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ সমাপ্ত হয়েছে বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ চলমান রয়েছে। ২০২৩ সালের মধ্যেই এসব কাজ সমাপ্ত হবে বলে জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ভৌত অবকাঠামোর উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন জরুরি। প্রয়োজন বিবেচনা করে এসব প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকেও সরেজমিনে গিয়ে প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হয়। এসব তালিকার ভিত্তিতেই ভবন নির্মাণ করা হচ্ছে।

জানা যায়, শিক্ষার মান উন্নয়নে সারাদেশের মতো অবিরামভাবে কাজ করছে ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। জেলায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সুনিপুণভাবে অবকাঠামো নির্মাণ ও ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেরামত ও সংস্কারের লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ভবন নির্মাণ, পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপন, শিক্ষাসংশ্লিষ্ট অফিস ভবন নির্মাণ, আসবাবপত্র সরবারহ ও রক্ষণাবেক্ষণের কাজ শতভাগ স্বচ্ছভাবে সম্পন্ন ও বাস্তবায়ন করছে।

ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী  ইকবাল জানান, বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও আসবাবপত্র সরবরাহকে অগ্রাধিকার দিয়েছে।

দেশে আর কোনো জরাজীর্ণ ভবন থাকবে না এমন লক্ষ্য নিয়েই কাজ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তার ধারাবাহিকতায় জেলা অধিদপ্তরের আওতায় মোট ১১টি প্রকল্পে ১৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে শতাধিকের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ সমাপ্ত হয়েছে বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ চলমান রয়েছে।

পীরগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপাল মো. কামরুল হাসান জানান, ঠাকুরগাঁও শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের অধীনে আমাদের কলেজের একটি একাডেমিক ভবন, একটি ছাত্র হোস্টেল ও একটি ছাত্রী হোস্টেল নির্মিত হয়েছে। ঠাকুরগাঁও শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে কাজগুলো আমার কাছে খুব টেকসই ও মানসম্পন্ন মনে হয়েছে। আশা করি ভবনগুলো এক শতাব্দীর বেশি সময় ধরে স্বায়ী হবে এবং শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারবে।

ঠাকুরগাঁও সদর উপজেলার বালাপাড়া উচ্চবিদ্যালয়য়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক জানান, আমাদের চার তলাবিশিষ্ট ভবনটি ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল আওতায় নির্মিত হয়েছে।

সদর উপজেলার পুরাতন ঠাকুরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সমেশ চন্দ্রবর্মণ বলেন, ‘আমার পুরোনো ঠাকুরগাঁও উচ্চবিদ্যালয়টি চার তলাবিশিষ্ট ভবনটি ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল আওতায় নির্মিত হয়েছে। আমার  জানা মতে বিদ্যালয় ভবনটির কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে।’