Print Date & Time : 13 September 2025 Saturday 12:00 pm

ঠাকুরগাঁওয়ে নিষ্পত্তিকৃত মামলার নথি ও আলামত ধ্বংস

প্রতিনিধি, ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ে চিফ জুডিশিয়াল কোর্টের নিষ্পত্তিকৃত মামলার নথি ও মাদকসহ আলামত ধ্বংস করা হয়। গত মঙ্গলবার জজকোর্ট চত্বরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের নেতৃত্বে এসব নথি ও আলামত পুড়িয়ে ফেলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রেকর্ড রুম ও কোর্ট মালখানার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জুডিশিয়াল মেজিস্ট্রেট মো. আলাউদ্দীন, কোর্ড ইন্সপেক্টর আব্দুল ওয়াহেদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার বলেন, একটা ম্যাজিস্ট্রেসি যদি সঠিক বিচার দিতে চায়, সেটার একটা অংশই হচ্ছে ওই নথিটা নিষ্পত্তি হওয়ার পরে যে আলামত থাকে, তা ধ্বংস করা। ধ্বংস করার পরই ওই কাজটি সুসম্পন্ন হয়। আমরা প্রতিদিন অনেক মামলা নিষ্পত্তি করছি। নিষ্পত্তিকৃত মামলাগুলোর নথি ধ্বংসের সুনির্দিষ্ট বিধান রয়েছে আমাদের দেশে। যেমন আজকে আমরা ৭০৮টি মামলার আলামত ও জব্দকৃত মালামাল ধ্বংস করছি। এ মামলাগুলোর কোনোটির বয়স তিন বছর, কোনোটির বয়স পাঁচ বছর হয়েছে, তারপর আমরা নিষ্পত্তি করছি। অর্থাৎ আমাদের বিচার ব্যবস্থাকে জনবান্ধব করতে এবং মানুষের দোরগোরায় বিচার ব্যবস্থাকে পৌঁছে দিতে এটা আমাদের একটা কাজের অংশ। এ ধরনের কার্যক্রম আমরা শুরু করেছি।