ঠাকুরগাঁওয়ে প্রি-পেইড মিটার বাতিলে পদযাত্রা

প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে জনস্বার্থবিরোধী হয়রানিমূলক প্রি-পেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিল দাবিতে নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে জেলার বিদ্যুৎ গ্রাহকরা। গতকাল সোমবার ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের ব্যানারে জেলা প্রশাসক চত্বর থেকে জেলার নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু হয় এবং কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক মাসুদ আহাম্মদ সুবনের সভাপতিত্বে বক্তব্য দেন- সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, মমিনুর রহমান বিশাল, যুগ্ম সদস্য সচিব তানভীর হাসান তানু, সৈয়দ মোস্তফা হোসেন মনি, সদস্য সাইফুল ইসলাম প্রবাল, ফরিদ হোসেন, জেলা তেল-গ্যাস-খনিজসম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ মাহামুদ সাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, আগে টাকা পরে বিদ্যুৎ এই পদ্ধতির প্রি-পেইড মিটার ঠাকুরগাঁওয়ে মানা হবে না। এলাকার অধিকাংশ মানুষ নিম্নআয়ের। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ খাতে লুটপাটের মাধ্যমে লাখো কোটি টাকা জনগণের পকেট কেটে লুটে নেয় সরকার ঘনিষ্ঠ গুটিকয়েক কোম্পানি। তাদের পেট ভরানোর আরেক প্রকল্প হচ্ছে প্রি-পেইড মিটার। তাই এই পদ্ধতি বাতিল করে গ্রাহকদের হয়রানি মুক্ত করার আহ্বান জানান।