Print Date & Time : 1 August 2025 Friday 10:57 pm

ঠাকুরগাঁওয়ে বড় মাঠে শুরু শীতবস্ত্র বেচাকেনা

মো. শামসুল আলম, ঠাকুরগাঁও: শীতের আগমনে ঠাকুরগাঁও জেলা বড় মাঠে জমে উঠেছে শীতের কাপড় বেচাকেনা। মৌসুমি ব্যবসায়ীরা বিভিন্ন হাটবাজারে কাপড়ের দোকান সাজিয়ে বসেছেন। পাশাপাশি শীতের কাপড় কেনার জন্য সদর উপজেলার বিভিন্ন হাটবাজার ও ফুটপাত থেকে শুরু করে শপিংমলে ক্রেতাদের ভিড় বেড়েছে।

দোকানিরা ক্রেতাদের আকৃষ্ট করতে সোয়েটার, জ্যাকেট, কোট, টুপি, প্যান্ট, ট্রাউজার, মোজা ও শিশুদের নানা ডিজাইনের শীতের পোশাক সাজিয়ে রেখেছেন। দোকানগুলোয় ২০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকার কাপড় পাওয়া যাচ্ছে।

‘দেইখা নেন, বাইছা নেন, খালি ৫০ টাকা,’ এমন হাঁক দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন বড় মাঠের মৌসুমি ব্যবসায়ী খোকন হোসেন।

তিনি বলেন, প্রতি বছর আমি শীতের কাপড়ের ব্যবসা করে থাকি। পুরোপুরি শীত না পড়লে বিক্রি বেশি ভালো হয় না। তারপর বেচাকেনা খারাপ নয়।

এখানে শীতের কাপড় কিনতে আসা মনু নামের এক মহিলা বলেন, আমি গরিব মানুষ। বাড়িতে ছয়জন আছে। শীত আসিচ্ছে (এসেছে), তাই পরিবারের লোকজনের জন্য গরম কাপড় কিনছি (কিনেছি)। ৪৫০ টাকা দিয়ে ছোটবড় পাঁচটি কাপড় কিনছি।

ঠাকুরগাঁও ফ্যাশনের বিক্রেতা বেলাল হোসেন বলেন, ক্রেতাদের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে আমরা সব ধরনের কাপড় দোকানে রেখেছি।