Print Date & Time : 5 July 2025 Saturday 9:05 am

ঠাকুরগাঁওয়ে বাসের অতিরিক্ত ভাড়া বন্ধে সেনাবাহিনীর অভিযান

শামসুল আলম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : জেলার রাণীশংকৈল ও নেকমরদ বাসস্ট্যান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে অভিযান চালিয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের দায়ে শ্যামলী পরিবহন এবং রাহবার পরিবহনের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।

বুধবার (১১ জুন) রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও নেকমরদ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। অভিযান চালিয়ে বন্ধ করা হলো অতিরিক্ত ভাড়া আদায়।

সেনাবাহিনী জানায়, যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শফিউল মাজলুবিন রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল রাণীশংকৈল ও নেকমরদ বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শ্যামলী পরিবহন এবং রাহবার পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে মোবাইল কোর্ট বসিয়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

স্থানীয়রা জানায়, এ ধরনের অভিযান নিয়মিত থাকা প্রয়োজন। বাস পরিবহনের লোকজন তাদের ইচ্ছে মতো ভাড়া আদায় করে আসছে। এ অভিযানে জনগণ ও জনমনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিউল মাজলুবিন রহমান বলেন সেনাবাহিনীর টহল দলের সহায়তায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্য শ্যামলী পরিবহন এবং রাহবার পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।