Print Date & Time : 29 August 2025 Friday 4:29 pm

ঠাকুরগাঁওয়ে বিএমডিএ’র প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত

প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএমডিএ’র প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। আজ সোববার সকালে বিএমডিএ বালিয়াডাঙ্গী জোনাল দপ্তরের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় ঠাকুরগাঁও বিএমডিএ’র এর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম সভাপতিত্তে বক্তব্য দেন, বিএমডিএ ঠাকুরগাঁও এর তত্তাবধায়ক প্রকৌশলী ও প্রধান অতিথি মোঃ ইকবাল হোসেনে, বিএমডিএ বালিয়াডাঙ্গী এর সহকারি প্রকৌশলী মোঃ খাইরুল আলম, বিএমডিএ বালিয়াডাঙ্গী এর উপ- সহকারি প্রকৌশলী মোঃআহসান হাবিব, বিএমডিএ ঠাকুরগাঁও রিজিওন এর পরিদর্শক মোঃ আবুল কাশেম সরদার বিএমডিএ ঠাকুরগাঁও সার্কেল এর নাজির হোসেন, বিএমডিএ ঠাকুরগাঁও প্রকল্প পরিচালক রেজা মোঃ নুরে আলম প্রমুখ

অনুষ্ঠানে পরিদর্শক ও জেলার ৪৫ জন উপকার ভোগী কৃষক ও গভীর নলক’প অপারেটর গন উপস্থিত ছিলেন।এতে কৃষক ও অপারেটরদের সাথে নায্য মূল্যে সেচ সুবিধা প্রদানের লক্ষ্যে বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।