ঠাকুরগাঁওয়ে বিজিবির শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প

প্রতিনিধি, ঠাকুরগাঁও: মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিজিবির তত্ত্বাবধানে জেলার দুস্থ, অসহায় ও গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। একই সঙ্গে অসহায়, গরিব ও দুস্থদের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। গতকাল পৌর শহরের নিশ্চিন্তপুর আইডিয়াল হাই স্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিজিবির ঠাকুরগাঁও সদর দপ্তরের তত্ত্বাবধানে এবং ৫০ বিজিবি ও বিজিবি হাসপাতালের ব্যবস্থাপনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির পরিচালক লে. কর্নেল এএম জাহিদ পারভেজ, বিজিবি হাসপাতালের পরিচালক লে. কর্নেল বিপ্লব কুমার রাহা, ৫০ বিজিবির সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা। এ সময় তিন শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

একই সঙ্গে প্রায় ৩০০ গরিব ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন বিজিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ লে. কর্নেল আবু সায়েদুজ্জামান। উল্লেখিত রোগীদের মাঝে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।