Print Date & Time : 8 September 2025 Monday 3:35 pm

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধনী উদ্যাপন

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী উদ্যাপন করা হয়। ‘পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্নপূরণ’এ স্লোগানে গতকাল সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সম্প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেনÑডিসি মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এডিসি (সার্বিক) মো. মামুন ভুঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জবেদ আলী।

এছাড়া আনন্দ র‌্যালিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক  আ স ম গোলাম ফারুক রুবেল, মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক হিমুন সরকারসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের সদস্য ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন। সন্ধ্যায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় বিভিন্ন শিল্পীরা অংশ নেন। রাতে সেখানে আতশবাজির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে।