Print Date & Time : 15 August 2025 Friday 10:06 am

ঠাকুরগাঁওয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রতিনিধি, ঠাকুরগাঁও:‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপাদ্য ঠাকুরগাঁওয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় ঠাকুরগাঁও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোছা. লিজা বেগম প্রমুখ।

, জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মো. আফাজউদ্দিন, মো. আব্দুল মালেক, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপ?তি মনসুর আলী প্রমুখ। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম এবং এর প্রয়োজনীয়তা বিষয়ে একটি চিত্র প্রদর্শনী দেখানো হয়।