দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন সাংবাদিক, পাঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গতকাল শনিবার বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ের চৌরাস্তা সমবায় মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় ঠাকুরগাঁও পাঠক মেলার আয়োজনে সংগঠনের সভাপতি ওবায়দুল্লাহ মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইমাম সমিতির সভাপতি ক্বারি হাফিজ রশিদ, প্রেস ক্লাব সভাপতি মো. লুৎফর রহমান মিঠু, সাধরণ সম্পাদক ফিরোজ আমীন সরকার, আমার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, বালিয়াডাঙ্গী প্রতিনিধি মো. রমজান আলীসহ সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা।
মানববন্ধনে বক্তারা সত্য প্রকাশে বাধা সৃষ্টির প্রতিবাদে মামলা প্রত্যাহার এবং বিগত ফ্যসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বরগুনায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকায় শনিবার বেলা ৪টার দিকে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, স্থানীয় জেলেরা মাছ ধরার জন্য আন্ধারমানিক নদীতে যাচ্ছিলেন। এ সময় নদীর তীরে বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত (আনুমানিক ৩৫) বছর বয়সের এক নারীর মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে। পুলিশ ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করেন।
তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, আন্ধারমানিক নদীর তীর থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।