Print Date & Time : 17 August 2025 Sunday 9:45 am

ঠাকুরগাঁওয়ে শিশুদের ছাতা বিতরণ

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ইমপ্যাক্ট প্লাস শিশুদের মাঝে বিনা মূল্যে ছাতা বিতরণ করেছে। গতকাল শনিবার পৌর শহরের গোবিন্দনগর এলাকায় ছাতা বিতরণ ও বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. জবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ।

এ সময় দুই শতাধিক অংশগ্রহণকারী নির্বাচিত ইমপ্যাক্ট প্লাস ও ক্লাব শিশুদের মাঝে ছাতা বিতরণ করা হয়।