Print Date & Time : 7 July 2025 Monday 12:55 pm

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র শিশুদের জন্মদিন পালন

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হতদরিদ্র শিশুদের জন্মদিন পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে কেক কেটে ও বেলুন উড়িয়ে শিশুদের জন্মদিন পালন অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

ঠাকুরগাঁও এপি ম্যানেজার নরেশ মারান্ডির সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা, বিশেষ অতিথি ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল কাইয়ুম চৌধুরী, সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম, চাইল্ড প্রোটেকশন অফিসার বৈদ্য জেমস ম্যানুয়েল প্রমুখ।

পরে উপকারভোগী শিশুদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন অতিথিরা। জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে প্রকল্প এলাকায় মোট তিন হাজার ৮৫০ শিশুর মাঝে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান সংস্থার কর্মকর্তারা।