Print Date & Time : 28 August 2025 Thursday 11:04 am

ঠাকুরগাঁওয়ে হাজতীদের শীতবস্ত্র বিতরণ

শামসুল আলম ঠাকুরগাঁও:   ঠাকুরগাঁওয়ে শীত মোকাবেলায় হাজতীদের শীতবস্ত্র প্রদান করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার। গতকাল মঙ্গলবার হাজতখানায় গিয়ে তিনি হাজতীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে হাজতীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর কোর্ট ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আব্দুল ওয়াহেদ, জুডিসিয়াল ম্যাজিস্টেসীর নাজির হামিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা মো: বিল্লাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় হাজতীদের প্রত্যেককে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং আদালত এলাকার অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝেও শীত বস্ত্র বিতরণ করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।