Print Date & Time : 30 August 2025 Saturday 12:17 pm

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সভায় আ’লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম, জেলা বিএমএর সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. আবু মো. খয়রুর কবীর, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহসভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. তোজাম্মেল হক, ডা. রোকেয়া সাত্তার, ডা. রেজাউল করিম শিপলু, ডা. শেখ মাসুদ, ডা. সাজ্জাদুর হায়দার শাহীন, ডা. রাকিবুল আলম চয়ন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।