ঠাকুরগাঁওয়ে হুইলচেয়ার বিতরণ

প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ১০ ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। শনিবার বিকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে ঢাকা আব্রুয়ান ফাউন্ডেশনের উদ্যোগে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের ঠাকুরগাঁও প্রতিনিধি আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী। এ সময় উপস্থিত ছিলেন খাদেমুল ইসলাম, হামিদুর রহমান, হামিদুল ইসলাম, আবু হাসনাত মুন্না, দীপক চন্দ্র রায়, নজরুল ইসলাম প্রমুখ।  

উল্লেখ্য আব্রুয়ান ফাউন্ডেশন ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে এ পর্যন্ত ৩৮টি হুইলচেয়ার বিতরণ করে।