Print Date & Time : 9 September 2025 Tuesday 11:31 am

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র শুদ্ধাচার কৌশল ও পরিকল্পনা সভা

প্রতিনিধি, ঠাকুরগাঁও: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) জাতীয় শুদ্ধাচার কৌশল ও পরিকল্পনার ভার্চুয়ালী অংশগ্রহনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (২৮ ডিসেম্বর) সকালে এলজিইডির জেলা কার্যালয়ের হলরুমে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো: আব্দুর রশীদ খান। এসময় তিনি এলজিইডি’র কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষে কাজ করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

ভার্চুয়ালী সভায় আরও বক্তব্য রাখেন এলজিইডি’র মানব সম্পদ বিভাগের প্রধান প্রকৌশলী হাদিউল আজিজ, পরিকল্পনা শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মো: মহসিন, সহকারী প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার প্রমুখ।

সভায় ঠাকুরগাঁওয়ে থেকে এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী মোঃ সফিউল আলমসহ এলজিইডির কর্মকর্তা কর্মচারীরা যুক্ত ছিলেন। এসময় জেলার বিভাগের নির্বাহী প্রকৌশলী, ঠিকাদার, সাংবাদিকরা অংশগ্রহন করেন ।