Print Date & Time : 31 August 2025 Sunday 4:23 am

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে সভা

প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র সুশাসন প্রতিষ্ঠান নিমিত্তে অংশীজনের (স্টোকহোল্ডারস) অংশগ্রহনে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও এলজিইডি’র কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর আয়োজনে এলজিইডি’র রাজশাহী ও রংপুর বিভাগের কর্মকর্তাদের সাথে অনলাইন জুম মাধ্যমে বক্তব্য দেন প্রধান অতিথি এলজিইডি’র প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মানব সম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিট) মো: মোখলেসুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এলজিইডি’র রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী অনিল চন্দ্র বর্ম্মন, দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আব্দুল হাকিম, ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: শাহারুল আলম মন্ডল, সিনিয়র সহকারী প্রকৌশলী মো: সফিউল আলম, সহকারী প্রকৌশলী মো: আনিসুর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ঠিকাদার বেলাল হোসেন, এস,এম মোস্তাক আহমেদ প্রমুখ। সভায় ঠাকুরগাঁও এলজিইডি’র বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নানা বিষয়ে আলোচনা করা হয়। সভায় জেলার বিভিন্ন জনপ্রতিনিধি, ঠিকাদার, সাংবাদিক, উপজেলা প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন ।