শামসুল আলম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে এবার ডালের আবাদ কমেছে। এবার জেলায় চার হাজার ৪৫০ হেক্টর জমিতে মুগ ডাল আবাদ হয়েছে। গতবার আবাদ হয়েছিল পাঁচ হাজার ৮৮০ হেক্টর জমিতে। এবার গতবারের চেয়ে এক হাজার ১৩০ হেক্টর কম জমিতে মুগ ডাল আবাদ হয়েছে। এছাড়া মসুর ডাল আবাদ হয়েছে ৫৩ হেক্টর জমিতে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের মতে, জেলায় এবার মুগ ডাল আবাদ হয়েছে চার হাজার ৪৫০ হেক্টর জমিতে। এর মধ্যে সদর উপজেলায় আবাদ হয়েছে ২০০ হেক্টর জমিতে, রানীসংকৈল উপজেলায় আবাদ হয়েছে ৯৯৫ হেক্টর জমিতে, পীরগঞ্জ উপজেলায় আবাদ হয়েছে ৭০০ হেক্টর জমিতে, বালিয়াডাঙ্গী উপজেলায় আবাদ হয়েছে দুই হাজার ১০০ হেক্টর জমিতে ও হরিপুর উপজেলায় আবাদ হয়েছে ৪৫০ হেক্টর জমিতে। গত বছর জেলায় মোট মুগ ডাল আবাদ হয়েছিল পাঁচ হাজার ৮৮০ হেক্টর জমিতে। এবার গতবারের চেয়ে এক হাজার ১৩০ হেক্টর কম জমিতে মুগ ডাল আবাদ হয়েছে এবং জেলায় মসুর ডাল আবাদ হয়েছে সদরে চার হেক্টর, পীরগঞ্জে ২০ হেক্টর, বালিয়াডাঙ্গীতে চার হেক্টর এবং রানীসংকৈলে ২৫ হেক্টর জমিতে।
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের কৃষক হবিবুর রহমান জানান, বর্তমানে কৃষিপণ্যের দাম কম। এবার বোরো ধান আবাদ করে তাদের লোকসান গুনতে হয়েছে, যার ফলে কৃষকেরা কৃষিকাজের ওপরে উৎসাহ হারাচ্ছে। এর ফলে ডালসহ বিভিন্ন কৃষিপণ্যের আবাদ দিন দিন কমে যাচ্ছে। সরকার যদি কৃষকের প্রতি একটু নজর দেয়, তাহলে বিভিন্ন কৃষিপণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা সম্ভব হবে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আফতাব হোসেন জানান, জেলায় প্রচুর পরিমাণে ডাল উৎপাদিত হয়। কিন্তু গতবার ডালের দাম কম থাকায় আবাদ কিছুটা কমেছে। এবার ডালের দাম ভালো থাকায় আগামী বছর ডাল উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।

Print Date & Time : 21 July 2025 Monday 9:17 am
ঠাকুরগাঁওয়ে কমেছে ডালের আবাদ
সারা বাংলা ♦ প্রকাশ: