ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে রুমিন (৫) ও শোভা আক্তার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৮ মে) সকাল ১০ টার দিকে জেলার হরিপুর উপজেলার গড়ভবানীপুর মধুডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমিন উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে। অপরদিকে শোভা একই এলাকার শফিকুল ইসলামের মেয়ে। রুমিন ও শোভা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।

তাদের পরিবার সূত্র জানায়, রোববার সকালে নাস্তা খেয়ে রুমিন ও শোভা বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করছিল। খেলার সময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে থানায় ইউডি মামলা করা হয়ে হয়েছে।