ঠাকুরগাঁওয়ে বিশ্ব নদী দিবস উদ্যাপনে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বিশ্ব নদী দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো: রবিউল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ইএসডিও’র কর্মকর্তা সুজন খান প্রমুখ।