Print Date & Time : 28 August 2025 Thursday 12:39 pm

ঠাকুরগাঁওয়ে ভূমি বিষয়ক মতবিনিময় সভা

প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ভূমি অফিসের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও মূলশ্রোতধারার নেতৃবৃন্দের সাথে আদিবাসীদের ভূমি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও হেক্স/ইপারের সহযোগিতায় মতবিনিময় সভায় সংস্থার প্রেমদীপ প্রকল্পের এ্যাডভোকেসি ম্যানেজার শাহ্ মো: আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান, বিশেষ অতিথি সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো মো: দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের পিসি মোঃ সিরাজুস সালেকিন, উপজেলা ম্যানেজার মোঃ ওয়ালিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রেমদীপ প্রকল্পের ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন পিওসিবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের আদিবাসীগণ উপস্থিত ছিলেন। সভায় আদিবাসীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তা সমাধানে গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হয়।