Print Date & Time : 31 August 2025 Sunday 8:49 am

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ

প্রতিনিধি, ঠাকুরগাঁও : জাতীয় শোক দিবস উপলক্ষে এবং বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় শিশুদের গাছ রোপনে উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বুধবার সকালে সদর উপজেলার ১০৬ নং ছিট চিলারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় ওই বিদ্যালয়ের প্রায় ৩শ ৫০ জন শিশুকে প্রত্যেককে একটি করে কাষ্ঠল ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্যাংক ব্যবস্থাপক আবু মো: জহরুল ইসলাম, ডিপুটি ম্যানেজার মাহাবুব হাসান, ব্যাংক কর্মকর্তা জাকারিয়া প্রিন্স, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুরশেদা আক্তার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।