Print Date & Time : 7 September 2025 Sunday 9:11 pm

ঠাকুরগাঁওয়ে ১৮টি বিদ্যালয়ের নির্মাণকাজের উদ্বোধন

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮টি বিদ্যালয়ের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম ম-ল, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা প্রমুখ। ১৮টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৩৯ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে সদর উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।