Print Date & Time : 7 July 2025 Monday 2:45 am

ঠাকুরগাঁওয়ে ৪ সাংবাদিকের উপর হামলা

শেয়ার বিজ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় চার সাংবাদিক।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ওই চার সাংবাদিক হলেন- ইনডিপেনডেন্ট টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, নিউজবাংলা টোয়েন্টিফোর ডট কমের ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল রানা, রাইজিংবিডি ডট কমের ঠাকুরগাঁও প্রতিনিধি হিমেল এবং ঢাকা মেইল ডট কম ও দৈনিক উষার বাণীর  ঠাকুরগাঁও প্রতিনিধি জাহিদ হাসান মিলু।

প্রত্যক্ষদর্শীরা জানান, মণ্ডলপাড়ায় উঠান বৈঠককে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আতাউর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সাংবাদিকরা সেই ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে নৌকার প্রার্থীর লোকজন তাদের সেখান থেকে চলে যেতে বলেন।

এরপর ১০ থেকে ১২ জন তানু ও সোহেলকে বাঁশের লাঠি ও দেশী অস্ত্র দিয়ে মারধর করেন। হিমেল তাদের বাঁচাতে গেলে তাকেও মারা হয়। এ সময় আহত হন জাহিদ। ভাঙচুর করা হয় ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা ও গাড়ি। পরে স্থানীয়রা তাদের ছাড়িয়ে আনেন।

আহত সাংবাদিক তানভীর হাসান তানু বলেন, সেনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মুখোমুখি অবস্থানের খবর পেয়ে আমি ও আমার সহকর্মীরা সেখানে যাই। গিয়ে দেখি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নোবেল কুমার সিংহের সমর্থকরা গাছের ডাল-পালা ভাঙছেন। আমি ছবি তুলতে গেলে তারা প্রথমে আমার ক্যামেরা কেড়ে নেন। তারপর আমার ওপর ও আমার সহকর্মীদের ওপর অতর্কিত হামলা চালান। আমি প্রশাসনকে বিষয়টি জানালে তারা কোনো সহযোগিতা করেনি। পরে এলাকাবাসী আমাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমি সাংবাদিকদের নিরাপত্তা চাই।

ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমান বলেন, ‘তাদের মারধর করা হয়েছে। আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।