Print Date & Time : 31 August 2025 Sunday 11:20 pm

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে সভায় ডিসি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন এডিসি (সার্বিক) মো. মামুন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এম এম মহিউদ্দিন কবীর মাহিন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মণ্ডল, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেলার উন্নয়নে বিভিন্ন বিষয়ের ওপরে আলোচনা করা হয় সভায়।