Print Date & Time : 12 September 2025 Friday 3:25 pm

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে সভায় ডিসি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন এডিসি (সার্বিক) মো. মামুন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মির্জা তারেক আহমেদ বেগ, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান, ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মণ্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু হোসেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী প্রমুখ। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।