Print Date & Time : 6 July 2025 Sunday 4:41 pm

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, পীরগঞ্জ পৌরসভার মেয়র একরামূল হক প্রমুখ।

সভায় জেলার উন্নয়নে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয়।