প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য বিভিন্ন কর্মকাণ্ড বিষয়ে সেপ্টেম্বর মাসের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বুধবার বিকালে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে এ প্রতিবেদন তুলে ধরেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
প্রতিবেদনে জানানো হয়, আগস্ট মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য বিশেষ কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এর মধ্যে গত এক মাসে জেলা পুলিশের পক্ষ থেকে ১৯১টি মামলা নিষ্পত্তি করা হয়। সড়ক পরিবহন আইনে ৯৯২টি মামলা দায়ের করা ছাড়াও ৪০ লাখ ৩৬ হাজার টাকা জরিমনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়। ১ হাজার ১৫৯টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়। জেলা পুলিশের প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৯৭ জন নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীকে সেবা প্রদান করা হয়। ৩২টি নন-এফআইআর প্রসিকিউশন, বিট পুলিশিংয়ের মাধ্যমে ১ হাজার ২৩০টি উঠান বৈঠক, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ১ হাজার ৮৫২টি এবং দিবা ও রাত্রি টহল ৯৮২টি। ১ হাজার ৩৮৭টি পাসপোর্ট ভেরিফিকেশন, ৬২টি চাকরি ভেরিফিকেশন ও ২১৪টি পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা হয়। এছাড়া ২২টি আলামত নিষ্পত্তি, ১৭৬টি এনইআর, ৩০টি পিএন্ডএ অনুষ্ঠিত হয়। ১৮১টি মামলায় ২৩২ জন আসামি ও ১০৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ৮৪টি মাদক মামলায় ৪ হাজার ৫৩৯ পিস ইয়াবা, ৮৭৪ পিস টাপেন্ডাডোল ট্যাবলেট, ৩৮ লিটার চোলাই মদ, ১০ কেজি ২৬৭ গ্রাম গাঁজা, ৫৩৬ বোতল ফেনসিডিল, ২ দশমিক ৫২ গ্রাম হিরোইন ও ৩৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।