প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্ত এলাকা থেকে চার যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত এলাকার ভারতের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটক তিন বাংলাদেশি যুবক হলেন-ওই উপজেলার জিয়াবাড়ী মড়লহাট এলাকার আনসারুল হকের ছেলে শামিম হোসেন, একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল ইসলাম, লাইড়ী এলাকার তরিকুল ইসলামের ছেলে মিষ্টার এবং একজনের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় ও বিজিবির বরাতে জানা গেছে, গতকাল সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় চার যুবককে আটক করে নিয়ে যাওয়া হয় টিমগাঁও বিএসএফ ক্যাম্পে।
এ বিষয়ে বিজিবি অধিনায়ক লে. ক. তানজীর আহম্মেদ বলেন, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় চারজনকে আটক করার খবর পেয়েছি। তারা আগে থেকে ভারতে ছিল। সকালে কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। আমরা আটককৃতদের ফেরত আনতে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।